নেদারল্যান্ডের ক্যাথলিক চার্চগুলোতে ১০ হাজারেরও বেশি শিশুকে যৌন নিপীড়নের প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত তদন্তের জন্য গঠিত কমিশন। ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য আসা শিশুরা গির্জার যাজক, পাদ্রি ও কর্মচারীদের দ্বারা নির্যাতনের শিকার হয়। শুক্রবার সাবেক ডাচ শিক্ষামন্ত্রী ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেট
নেতা উইম ডিটম্যান তার কমিশনের ১১শ’ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করার পর এ তথ্য উঠে আসে। তিনি রিপোর্টে উল্লেখ করেন, ৪০ বছর ধরে গির্জায় শিশুদের ওপর যৌন নির্যাতন চলে আসছে। রিপোর্টে ৮শ’ যাজক ও কর্মীদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। এদের শতাধিক এখনও বেঁচে আছে। দুই হাজারের বেশি ভিকটিম মামলা করার হুমকি দিয়েছে। ইউরোপ ও আমেরিকায় গির্জায় যৌন নিপীড়ন নতুন কোন বিষয় নয়। দীর্ঘদিন ধরে এরকম অন্যায় চলে আসছে। পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছার পর তদন্তের উদ্যোগ নিলো নেদারল্যান্ড। তবে অনেক এনজিও বলেছে এটাই আসল চিত্র নয়। পরিস্থিতি আরও বেশি খারাপ। কারণ, গির্জার ভিতরে কী হয় আমরা কিছুই জানি না।
সূত্র:মানবজমিন
নেতা উইম ডিটম্যান তার কমিশনের ১১শ’ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করার পর এ তথ্য উঠে আসে। তিনি রিপোর্টে উল্লেখ করেন, ৪০ বছর ধরে গির্জায় শিশুদের ওপর যৌন নির্যাতন চলে আসছে। রিপোর্টে ৮শ’ যাজক ও কর্মীদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। এদের শতাধিক এখনও বেঁচে আছে। দুই হাজারের বেশি ভিকটিম মামলা করার হুমকি দিয়েছে। ইউরোপ ও আমেরিকায় গির্জায় যৌন নিপীড়ন নতুন কোন বিষয় নয়। দীর্ঘদিন ধরে এরকম অন্যায় চলে আসছে। পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছার পর তদন্তের উদ্যোগ নিলো নেদারল্যান্ড। তবে অনেক এনজিও বলেছে এটাই আসল চিত্র নয়। পরিস্থিতি আরও বেশি খারাপ। কারণ, গির্জার ভিতরে কী হয় আমরা কিছুই জানি না।
সূত্র:মানবজমিন
To View Sexy XXX Actress Click on xsexyactress.blogspot.in
উত্তরমুছুনচটি গল্প পড়ুন এখানে xchotigolpo.blogspot.in
saxi
উত্তরমুছুন